Breaking News
Home >> Breaking News >> নদীয়ার চাপড়ার সীমানগরে পালিত হলো সীমান্ত রক্ষী বাহিনীর ৫৫তম প্রতিষ্ঠা দিবস

নদীয়ার চাপড়ার সীমানগরে পালিত হলো সীমান্ত রক্ষী বাহিনীর ৫৫তম প্রতিষ্ঠা দিবস

সমীর রুদ্র, স্টিং নিউজ করসপনডেন্ট, চাপড়া: যথাযথ মর্যাদায় সীমান্ত রক্ষী বাহিনীর ৫৫তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো। এই উপলক্ষে রবিবার সকাল ন’টায় চাপড়ার সীমানগর ক্যাম্পাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অজিত পাল সিং নামাঙ্কিত স্টেডিয়ামে উক্ত কর্মসূচী পালিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত রক্ষী বাহিনীর কৃষ্ণনগরের ডিআইজি প্রমোদ কুমার আনন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সীমান্ত রক্ষী বাহিনীর ০৮,৫৪,৮১,৯৯ ও ১০৭ নং ব্যাটালিয়নের কমান্ডান্ট, অফিসার, জওয়ান ও তাদের পরিবারের সদস্যরা।

এই দিনটি পালনের জন্য বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডগ শো এর আয়োজন করা হয়। সেনাবাহিনীর বিভিন্ন কাজে প্রশিক্ষিত কুকুর গুলিকে কিভাবে কাজে লাগানো হয় তা ডগ শো তে দেখানো হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদান করতে তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

এছাড়াও চেক করুন

আগামী পুরসভা ভোটে আসন সংরক্ষণ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি দিলীপ যাদব

স্টিং নিউজ সার্ভিস, হুগলি: আগামী পুরসভা ভোটে দেখা যাচ্ছে যে সংরক্ষণের আওতায় পড়ে গিয়ে অনেক …

Leave a Reply

Your email address will not be published.