বিশ্বজিৎ সরকার,স্টিংনিউজ করেসপনডেন্ট,দার্জিলিং:
শিলিগুড়িতে সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পালিত হলো বিশ্ব এইডস দিবস। এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে স্বাস্থ্য দপ্তর।
এই শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মূলত এইডস নিয়ে অনেকের মধ্যে রয়েছে অনেক ভ্রান্ত ধারণা। এই সচেতনতার অভাবের জন্য এখনও অনেকে এইডস আক্রান্ত রোগীকে একঘরে করে রাখার চেষ্টা করে। কিন্তু এইডস আক্রান্ত রোগীর সঙ্গে মেলামেশা এমনকি হ্যান্ডশেক, আলিঙ্গন, চুম্বন করলেও অপর ব্যক্তি এইডস এ আক্রান্ত হয় না। তাই সচেতনতায় এই রোগের হাত থেকে অভ্রান্ত ধারণার থেকে বাঁচাতে পারে মানুষকে। সেই সচেতনতার বার্তা বহন করে এদিনের এই শোভাযাত্রার আয়োজন।