মনিরুল হক, স্টিং নিউজ করসপনডেন্ট, কোচবিহার: ফের দুর্ঘটনা তুফানগঞ্জে। নিয়ন্ত্রন হারিয়ে একটি ম্যাজিক উল্টে আহত হলেন ১১ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে, রবিবার বালাভুত গ্রাম পঞ্চায়েতের তেতুলতলা এলাকায়। এই ঘটনায় কিছুক্ষনের জন্য অবরুদ্ধ হয়ে যায় ওই এলাকার যান চলাচল।
পরে ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। তাঁরা এসে আহতদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ম্যাজিক গাড়িটি ১৫ জন যাত্রী নিয়ে বালাভুতের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় উল্টে যায়। ঘটনায় গুরুতরভাবে আহত হন ওই গাড়িতে থাকা ১১ জন যাত্রী।
এদিকে দুর্ঘটনার শব্দে সেখানে ছুটে আসে এলাকার স্থানীয়রা। এরপরেই তাঁরা আহতদের উদ্ধারের কাজে হাত লাগায়। ঘটনায় স্থানীয়রা পুলিশে খবর দিলে তাঁরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে এই ঘটনায় তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকিরা এখনও সেখানে চিকিৎসাধীন।