স্টিং নিউজ সার্ভিস, আলিপুরদুয়ার: অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ কামরুপ এক্সপ্রেস। রবিবার সকালে কামরুপ এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লাগে। ওই ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় রেল যাত্রীদের মধ্যে।
জানা গেছে, রবিবার সকাল ১০টা নাগাদ কামাখ্যাগুড়ি থেকে জোড়াই মাঝামাঝি অংশ দুই নম্বর রায়ডাক ব্রিজের পার করার সময় ট্রেনের চালক আগুন দেখতে পান তড়িঘড়ি তখনই ট্রেনটি ব্রিজের মধ্যে থামিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় দমকল, পুলিশ এবং রেলের আধিকারিকরা আগুন নেভায় ট্রেনটির।
এদিন কামরুপ এক্সপ্রেসটি হাওড়া থেকে গৌহাটি যাচ্ছিলো। আলিপুরদুয়ার জংশন থেকে ৩০ কিলোমিটার দূরত্বে একই জায়গায় বারবার এই ঘটনা ঘটায় স্বাভাবিক কারণেই রেল কর্তৃপক্ষয়ের উদাসীনতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।