Breaking News
Home >> Breaking News >> দামোদরের জলে তলিয়ে গেলো এক ব্যক্তি

দামোদরের জলে তলিয়ে গেলো এক ব্যক্তি

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়াঃ দামোদর নদী পেরোতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল এক ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া পাত্রসায়র থানার পাঁচপারা গ্রামে। মৃত ব্যক্তির নাম অষ্টম বাগদি। বয়স ৪৫ বছর। পেশায় তিনি একজন চাষী।

স্থানীয় সূত্রে জানতে পারা যায়, গতকাল অষ্টম বাগদি নিজের আত্মীয়ের মৃতদেহ সৎকার করতে বিক্রমপুর গিয়েছিলো। সৎকার শেষে নদী পেরিয়ে তিনি বাড়িতে ফিরছিলেন। সেই সময় হঠাৎই দামোদর নদীর জলের তোড়ে ভেসে যান অষ্টম বাগদি। খবর ছড়িয়ে পড়তেই দামোদর নদীর তীরে স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতে শুরু করেন। খবর দেওয়া হয় পাত্রসায়ের থানার পুলিশকে।

পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক পর্যায়ে তদন্ত চালালেও মৃতদেহটির কোন হদিস পাওয়া যায়নি। অবশেষে ডুবুরি নিয়ে এসে এই মুহূর্তে মৃতদেহটির তল্লাশি চলছে জোরকদমে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো অষ্টম বাগ্দী কে উদ্ধার করা যায়নি।

এছাড়াও চেক করুন

ফাঁসিদেওয়ার মুণি চা বাগানে গণ বিবাহ অনুষ্ঠানে হাজির পর্যটনমন্ত্রী গৌতম দেব

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ শুক্রবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুণি চা বাগানে শ্রীহরি …

Leave a Reply

Your email address will not be published.