বিশ্বজিৎ মন্ডল, স্টিং নিউজ, মালদাঃ বিভিন্ন সরকারি স্কুলে সাঁওতালি ভাষা অলচিকি লিপিকে প্রাধান্য দিয়ে চালু করতে হবে। মালদা এলাকার টোটো চালকদের ইংরেজবাজার শহরের তাদের গাড়ি চলাচল করতে দিতে হবে। এরকমই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সোমবার সকাল থেকে মালদা জেলা জুড়ে পৃথকভাবে সড়ক অবরোধ আন্দোলনে সামিল হলেন ঝাড়খন্ড দিশম পার্টির সদস্যরা।
এদিন মালদা, হয়েছে, বামনগোলা সহ বেশ কয়েকটি জায়গায় ওই সংগঠনের পক্ষ থেকে অবরোধ আন্দোলন করা হয়।
তবে উল্লেখযোগ্য হিসাবে সোমবার দুপুরে মালদা থানার কালুয়াদিঘি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ঝাড়খন্ড দিশম পার্টির সদস্যরা । দীর্ঘক্ষন অবরোধের জেরে জাতীয় সড়কে যানজট বেড়ে যায়।
ঝাড়খন্ড দিশম পার্টির শ্রমিক সংগঠনের মালদা জেলার সভাপতি শ্রীমান হাঁসদা বলেন, জেলায় সরকারি প্রাইমারি – হাইস্কুল যতগুলি রয়েছে সেইসব স্কুলে সাঁওতালি ভাষা অলচিকি লিপিতে পঠন-পাঠন শুরু করতে হবে।
এছাড়াও মালদা শহরের ২৫০টি টোটো ইংরেজবাজার শহরের চলাচল করতে দিতে হবে। যা দীর্ঘদিন ধরে ইংরেজবাজার শহরের মালদার টোটো চলতে দেওয়া হচ্ছে না । এর বাইরে আরও বেশ কয়েকটি দাবি-দাওয়া রাখা হয়েছে প্রশাসনের কাছে । সেই সব দাবি মানার ব্যাপারে এদিন জোরদার আন্দোলন শুরু করা হয়েছে। প্রশাসনের আশ্বাস না দেওয়া পর্যন্ত এবং মালদা শহরের টোটো ইংরেজবাজার শহরে চলতে না দেওয়া হলে অবরোধ আন্দোলন চলবে।