Breaking News
Home >> Breaking News >> বুলবুলের প্রভাবে বিধ্বস্ত হল হরিনারায়নপুরের রাস উৎসব

বুলবুলের প্রভাবে বিধ্বস্ত হল হরিনারায়নপুরের রাস উৎসব

নবেন্দু ভট্টাচার্য্য, স্টিংনিউজ করেসপনডেন্ট, নাকাশিপাড়া, নদীয়াঃ নাকাশিপাড়ার একমাত্র বড় রাস উৎসব হল হরিনারায়ন পুর রাস উৎসব। বহু দূর দূরান্তের মানুষ এই রাস দেখতে আসেন। ৬ দিন ধরে চলতে থাকে এই মেলা। শীতের শুরুতে মেলা হওয়াতে আনন্দে কটা দিন কাটান নাকাশিপাড়ার মানুষেরা। কারন নবদ্বীপ বা শান্তি পুরের রাস দেখতে যাবার সুযোগ বা সামর্থ্য থাকে না অনেকেরই। তাই বাড়ির কাছে রাস তাদের আগমনে জমজমাট হয়।

কিন্তু দূর্ভাগ‍্যের বিষয় হল এবছর প্রতিটা উৎসব বিঘ্নিত হচ্ছে বৃষ্টির কারনে। বাদ যায়নি রাস উৎসব। বুলবুলের আংশিক প্রভাবে মাঠে জমে যা জল। দমকা বাতাসে বিশাল প‍্যান্ডেল মঞ্চ ভেঙে পড়ে । দুদিন পরে শুরু হবে রাস। এর মধ্যে এই দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হল রাস। নতুন করে গড়ে তোলা সম্ভব ও নয়। তাই মনোবল ভেঙ্গে যায় রাস কমিটির কর্মকর্তাদের।

এছাড়াও চেক করুন

আগামী পুরসভা ভোটে আসন সংরক্ষণ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি দিলীপ যাদব

স্টিং নিউজ সার্ভিস, হুগলি: আগামী পুরসভা ভোটে দেখা যাচ্ছে যে সংরক্ষণের আওতায় পড়ে গিয়ে অনেক …

Leave a Reply

Your email address will not be published.