Breaking News
Home >> Breaking News >> নদীয়ার চাপড়ায় যাত্রীবাহী বাস ও বুলডোজারের সংঘর্ষ, আহত ১২, আশঙ্কাজনক ২

নদীয়ার চাপড়ায় যাত্রীবাহী বাস ও বুলডোজারের সংঘর্ষ, আহত ১২, আশঙ্কাজনক ২

সমীর রুদ্র, স্টিং নিউজ করসপনডেন্ট, চাপড়া: যাত্রীবাহী বাস ও বুলডোজারের সংঘর্ষে আহত হলেন ১২ জন।এদের মধ্যে গুরুতর আহত ৫ জন। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়ার চারাতলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি করিমপুর থেকে কোলকাতায় যাচ্ছিল। চারাতলার কাছে উল্টো দিক থেকে আসা একটি বুলডোজারের ফাল বাসের গায়ে আটকে যায়। এর ফলে দ্রুত গতিতে থাকা ঐ বাসের পিছনের চাকা গুলো গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যার জেরে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান চাপড়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা পুলিশ কর্মীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ৫ জন কে চাপড়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর আহতদের শক্তি নগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার জেরে বেশ কিছুক্ষণ কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

এছাড়াও চেক করুন

বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি বিজেপির

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়াঃ ২০১৯ লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি একটু ঘুরে দাঁড়িয়েছে সাংসদ …

Leave a Reply

Your email address will not be published.