Breaking News
Home >> Breaking News >> লরির সঙ্গে ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে মৃত এক জখম দুই

লরির সঙ্গে ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে মৃত এক জখম দুই

বিশ্বজিৎ মন্ডল, স্টিং নিউজ মালদাঃ লরির সঙ্গে ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে মৃত এক জখম দুই। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিক্যালে। এই ঘটনায় চাঞ্চল্য গাজোল থানা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাজোল থানার পুলিশ। ঘটনাটি গাজোলের কদুবাড়ির কাছে ঘটেছে।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম রবেন টুডু(‌২১)‌। জখমরা সাদ্দাম হোসেন(‌২২)‌ ও আব্দুর অদুদ(‌২২)‌। তাঁদের বাড়ির সামসির ভগবানপুরে। জানা গেছে ভুটভুটিতে করে বেশ কিছু মালপত্র নিয়ে সামসির ভগবানপুরের দিকে যাচ্ছিলেন ওই ৩ জন। সেই সময় গাজোলের দিকে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ভুটভুটির। ভুটভুটির ৩ জনই ছিটকে পড়েন। বিকট আওয়াজ শুনে ছুটে আসেন এলাকাবাসীরা। রবেন ও সাদ্দামকে মালদা মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। মালদা মেডিক্যালে আসলে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা রবেনকে মৃত বলে জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাজোল থানার পুলিশ। ঘাতক ট্রাক এবং দুর্ঘটনাগ্রস্ত ভুটভুটিটি আটক করে নিয়ে আসে গাজোল থানায়। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে কারোর দোষই বুঝতে পারছেন না। কোনও ছোট্ট ভুলের জন্য দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে জানিয়েছন স্থানীয়রা।

এছাড়াও চেক করুন

ফের সেতু উদ্বোধন নিয়ে দেখা দিল তৃনমুল বিজেপি সংঘাত

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়াঃ ৬০ নম্বর জাতীয় সড়কের উপর নবনির্মিত একটি রেলওয়ে ওভার …

Leave a Reply

Your email address will not be published.