Breaking News
Home >> Breaking News >> ছুটিতে বাড়ি এসে জল সংরক্ষণের প্রচার চালালেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

ছুটিতে বাড়ি এসে জল সংরক্ষণের প্রচার চালালেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়াঃ- আজ সারাদিন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র মিলে সাইকেলে ঘুরে বাঁকুড়া শহরের বিভিন্ন এলাকায় ঘুরে জল সংরক্ষণের প্রচার চালালেন। এরা সকলেই বাঁকুড়ার বাসিন্দা । কিন্তু পড়াশোনার তাগিদে এদের সকলকেই থাকতে হয় বাঁকুড়ার বাইরে । এখন কালীপুজোর, দেওয়ালী ও ছট্ পূজোর ছুটি । তাই ওরা সকলেই এখন ফিরে এসেছেন বাঁকুড়ায়।

ফায়ার ব্রিগেড মোড় থেকে এই প্রচার শুরু করে পরে কাটজুড়িডাঙ্গা, নতুনচটি , কলেজ মোড় , স্কুলডাঙ্গা হয়ে সারা বাঁকুড়া শহর পরিক্রমা করে এই সাইকেল মিছিল পৌঁছায় মাচানতলায়। পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের জল সংরক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তার তুলে ধরেন।

জল সংরক্ষণ নাহলে যে কি সমস্যার মধ্যে পড়তে হতে পারে তা প্রচার করার উদ্দেশ্যেই তারা এই সচেতনতার রেলিতে নেমেছেন।

এছাড়াও চেক করুন

আগামী পুরসভা ভোটে আসন সংরক্ষণ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি দিলীপ যাদব

স্টিং নিউজ সার্ভিস, হুগলি: আগামী পুরসভা ভোটে দেখা যাচ্ছে যে সংরক্ষণের আওতায় পড়ে গিয়ে অনেক …

Leave a Reply

Your email address will not be published.