Breaking News
Home >> Breaking News >> ১৪ ফুট লম্বা রয়েল বেঙ্গল টাইগারের চামড়া সহ গ্রেফতার দুই

১৪ ফুট লম্বা রয়েল বেঙ্গল টাইগারের চামড়া সহ গ্রেফতার দুই

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ মঙ্গলবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে হাসিমারা চৌপথী এলাকায় অভিযান চালায় বৈকন্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স।

এরপর সেখানে ১৪ ফুট লম্বা একটি পূর্ণবয়স্ক বাঘের চামড়া সহ বাঘের হার ও খুলি উদ্ধার করে বনকর্মীরা। এবং এই ঘটনায় গ্রেফতার করা হয় দুজনকে। ধৃতদের নাম ইয়ংবা নানং এবং নাগমে ওয়াংডি। ধৃত দুজনই ভুটানের বাসিন্দা।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে যে উদ্ধার হওয়া চিতাবাঘের চামড়া পাচারের উদ্দেশ্যে কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং সেখানে ৩২ লক্ষ টাকায় বিক্রি করার উদ্দেশ্যে ছিল পাচারকারীদের।

এই বিষয়ে উওরবঙ্গ বনবিভাগের স্পেশাল টাস্কফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন যে এই পাচার চক্রের বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। এবং ধৃতদের জেরা করে প্রাথমিক ভাবে জানা গিয়েছে যে উদ্ধার হওয়া পূর্ণ বয়স্ক রয়েল বেঙ্গল টাইগারটিকে অসম থেকে নিয়ে আসা হয়েছিল। ধৃতদের এদিন জলপইগুড়ি আদালতে তোলা হবে।

এছাড়াও চেক করুন

ফের সেতু উদ্বোধন নিয়ে দেখা দিল তৃনমুল বিজেপি সংঘাত

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়াঃ ৬০ নম্বর জাতীয় সড়কের উপর নবনির্মিত একটি রেলওয়ে ওভার …

Leave a Reply

Your email address will not be published.