Breaking News
Home >> Breaking News >> সিঙ্গুরে অলক্ষী বিরাজ করেছে, তাই সেখানে লক্ষী পুজোয় নেই তোড়জোড়

সিঙ্গুরে অলক্ষী বিরাজ করেছে, তাই সেখানে লক্ষী পুজোয় নেই তোড়জোড়

সুমন করাতি, স্টিং নিউজ, করেসপনডেন্ট, হুগলিঃ সিঙ্গুরে এখন অলক্ষ্মী বিরাজ করছে। এখানে লক্ষ্মী নেই। তাই আগামীকাল লক্ষ্মী পুজোও হবে না। মত একশ্রেনীর সিঙ্গুরবাসীর।

২০০৬ সাল থেকে সিঙ্গুরে ৯৯৯ একর জমি নিয়ে শুরু হয় আন্দোলন। টাটার ন্যানো কারখানার জন্য দূর্গাপুর হাইওয়ের পাশে অবস্থিত সেই জমির ৬০০ একর জমি দিতে আগ্রহী হলেও বাকি ৪০০ একরে বাঁধ সাদে অনিচ্ছুক চাষীরা। ৬০০ বনাম ৪০০-র সেই লড়াই আজ ইতিহাস। যেই লড়াইয়ের হাত ধরেই ২০১১-য় লালবাড়ি দখল করেছিলো মমতা বন্দ্যোপাধ্যায়। অনিচ্ছুক চাষীদের কথা কিন্তু দিদি রেখেছেন। শীর্ষ আদালতের রায়ে জমি ফেরত পেয়েছে চাষীরা।

যদিও ইতিমধ্যেই গুজরাতের সানন্দ থেকে রতন টাটার ১লাখি চারচাকা আত্মপ্রকাশ ঘটিয়ে ফেলেছে। কিন্তু কেমন আছে বর্তমান সিঙ্গুর। ফেরত দেওয়া জমিতে কি সত্যিই চাষ হচ্ছে। সিঙ্গুরের বহু মানুষই কিন্তু আজ বলছে টাটার সাথে-সাথে সিঙ্গুরের লক্ষ্মীও চলে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সেইসমস্ত মানুষদের বক্তব্য আজ সিঙ্গুরে অ-লক্ষ্মী বিরাজ করছে। যেদিন আবার লক্ষ্মী আসবে সেদিন ঘরে-ঘরে লক্ষ্মী পুজো হবে।

এছাড়াও চেক করুন

ফের সেতু উদ্বোধন নিয়ে দেখা দিল তৃনমুল বিজেপি সংঘাত

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়াঃ ৬০ নম্বর জাতীয় সড়কের উপর নবনির্মিত একটি রেলওয়ে ওভার …

Leave a Reply

Your email address will not be published.