Breaking News
Home >> Breaking News >> উৎসবের মরসুমে অসামাজিক কার্যকলাপ রুখতে অভিযানে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ

উৎসবের মরসুমে অসামাজিক কার্যকলাপ রুখতে অভিযানে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ

সুমন করাতি, স্টিং নিউজ করেসপনডেন্ট, হুগলিঃ উৎসবের মরসুমে অসামাজিক কার্যকলাপ রুখতে অভিযানে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ। শুক্রবার দুপুরে চুঁচুড়া থানার পক্ষ থেকে অভিযান চালানো হলো হুগলি ঘাট সংলগ্ন এলাকায়।

এদিন পুলিশের সাথে চন্দননগর কমিশনারেটের র‍্যাফ বাহিনী হুগলি ঘাট স্টেশন সংলগ্ন পাঙ্খাটুলি থেকে ঘোলঘাট পর্যন্ত তল্লাশি চালিয়ে প্রচুর বেআইনি চোলাই মদ, দেশী মদের বোতল উদ্ধার করা হয়। বেশকয়েকটি মদের ঠেক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। একাধিক ক্লাব ঘরেও তালা ঝোলানো হয়। যদিও ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

প্রসঙ্গত ব্যান্ডেল-নৈহাটি লাইনে হুগলি ঘাট খিলানের নীচে পাঙ্খাটুলি, বারোদোওয়ারি প্রভৃতি এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিনের। বারোদোওয়ারি এলাকার বাসিন্দা তথা শহরের প্রাক্তন প্রধান আশীষ সেনের নেতৃত্ব একাধিকবার চুঁচুড়া থানায় অভিযোগ জানানো হয়েছে। বছর খানেক আগে পাঙ্খাটুলি সংলগ্ন এলাকায় জোড়া খুনের ঘটনাও ঘটেছে।

স্থানীয়দের বক্তব্য হুগলি ঘাটের খিলান সমাজবিরোধীদের আখরা হয়ে উঠেছে। সেখানে যেমন মাদক বিক্রী হয়, পাশাপাশি ঠেকে বসে সেবনও করা হয়। রাতের পাশাপাশি দিনের আলোতেও ঠেকের আড়ালে বসে চলে মাদক সেবন। পুজোর মরসুমে সেইসমস্ত অসামাজিক কার্যকলাপ রুখতেই পুলিশের এই অভিযান। এই অভিযান জারি থাকবে বলে দাবী পুলিশের।

এছাড়াও চেক করুন

ফের সেতু উদ্বোধন নিয়ে দেখা দিল তৃনমুল বিজেপি সংঘাত

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়াঃ ৬০ নম্বর জাতীয় সড়কের উপর নবনির্মিত একটি রেলওয়ে ওভার …

Leave a Reply

Your email address will not be published.