Breaking News
Home >> Breaking News >> বাঁকুড়ায় বিজয়া দশমীতে সকলেই মেতে উঠেছেন সিঁদুর খেলায়

বাঁকুড়ায় বিজয়া দশমীতে সকলেই মেতে উঠেছেন সিঁদুর খেলায়

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়াঃ বিজয়া দশমীর সকালে মন্ডপগুলোতে ঢাকের বাদ্যি বেজে ওঠার সঙ্গেই ভেসে আসে বিসর্জনের সুর। পূজা শেষে সর্বজনীন উৎসবে নারীরা মেতে ওঠে সিঁদুর খেলায়। দেবীর চরণে সিঁদুর অর্পণের পর কৌটার সিঁদুর একে অপরের সিঁথি-গালে মেখে রাঙিয়ে দেয়। এর তাৎপর্য : শাখা-সিঁদুর অক্ষুণ্ণ রেখে পরিবারের মঙ্গল কামনা। একই সঙ্গে দেবীকে পুনরায় আগমনের আমন্ত্রণ।

এদিন মন্ডপগুলো নারী, পুরুষ, শিশুদের আগমনে ছিল মুখরিত। দর্শনার্থী ও পূজারীদের ছিল হৃদয়ের গভীরের ভক্তি নিবেদন। । এর মাধ্যমেই সর্বজনীনতার উন্মেষ ঘটে। অশুভ শক্তির বিরুদ্ধে সুন্দরের আহ্বান জানানো হয় ।

এছাড়াও চেক করুন

হিংস্র প্রাণী না থাকায় সার্কাসে দর্শক বিমুখ, গ্রামীণ মেলায় উপচে পড়ছে ভিড়

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ, হাওড়াঃ ডিসেম্বর মাস আসলেই গ্রাম বাংলায় সার্কাসের তাঁবু বসতো। বাঘ-সিংহ, বিদেশি …

Leave a Reply

Your email address will not be published.