Breaking News
Home >> Breaking News >> পথশিশুকে নিয়ে পুজো পরিক্রমা বেরোলো চন্দননগর মহিলা পুলিশ

পথশিশুকে নিয়ে পুজো পরিক্রমা বেরোলো চন্দননগর মহিলা পুলিশ

সুমন করাতি, স্টিং নিউজ করেসপনডেন্ট, হুগলিঃ চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবং জেলা মহিলা থানা আয়োজনে প্রায় কুড়ি জন পথশিশুকে নিয়ে পুজো পরিক্রমা বেরোলো মহিলা থানার কর্মীরা।

প্রসঙ্গত এই উৎসবের দিনগুলো পথশিশুরা যেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় এই কথা মাথায় রেখেই চন্দননগর কমিশনারেট এর এই উদ্যোগ। এদিন এই পথ শিশুদের নিয়ে চুঁচুড়ার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে বেড়ালেন মহিলা পুলিশ কর্মীরা। এই পুজো পরিক্রমা বেরোতে পেরে আনন্দিত হয়ে এক পথশিশু জানান আন্টিরা আমাদের পুজো দেখাতে নিয়ে এসেছে তাই আমরা খুশি।

অন্যদিকে এই পথ শিশুদের পরিক্রমায় নিয়ে বেরোনো এক মহিলা পুলিশ কর্মী জানান বাড়িতেও তো আমাদের শিশু রয়েছে তবে ওদের নিয়ে বেরিয়ে একটা আলাদা তৃপ্তি একটা আলাদা আনন্দ লাগছে। কর্ম জীবনের বাইরে ও যে মানুষের মুখে হাবিব পটানো যায় সেটার একটা আলাদা তৃপ্তি।

এছাড়াও চেক করুন

বাঁকুড়ায় শুরু হলো শ্রমিক মেলা ২০২০।

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়াঃ আজ শুরু হলো শ্রমিক মেলা ২০২০ । রাজ্যের মুখ্যমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published.