Breaking News
Home >> Breaking News >> প্রতিকূল অবস্থার মধ্যেই শুরু হয়েছে উদয়নারায়ণপুরে দুর্গাপুজো

প্রতিকূল অবস্থার মধ্যেই শুরু হয়েছে উদয়নারায়ণপুরে দুর্গাপুজো

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ, হাওড়া: বন্যায় ডুবেছে ধানের জমি, পুকুর। ঢালাই রাস্তার উপর কোথাও এক কোমর জল। দুর্গা পুজোর প্যান্ডেলের গোড়ায় পৌঁছেছে জল। তারপরও গ্রামবাসীদের চেষ্টায় দিন-রাত এক করে শুরু হল দুর্গা পুজো। কঠিন সময়েও দুর্গা পুজোর মন্ত্র উচ্চারণ শুরু হতেই খুশির ঝিলিক গ্রামবাসীদের চোখে মুখে ধরা দেয়।

বিহার ও ঝাড়খণ্ডে টানা বৃষ্টির জের ডিভিসির ছাড়া জলে বন্যা দেখা দেয় নিম্ন দামোদরের গায়ে উদয়নারায়ণপুর ব্লকের বিস্তীর্ণ এলাকায়। চলতি সপ্তাহে মঙ্গলবার ভোর থেকে দামোদর নদের জল ঢুকে প্লাবিত হয় উদয়নারায়ণপুর বিডিও এলাকার অন্তর্গত ৩টি পঞ্চায়েতের ৩০টি গ্রাম। পুজোর আগে কয়েকশো বিঘা জমির পাকা ধান নষ্ট হওয়ার সম্মুখীন হয়েছে। উঁচু এলাকায় জল নামলেও। নিচু এলাকার জল থেকে গিয়েছে। পুজো-আচ্চাই কিছুটা বাধার সম্মুখীন।

স্থানীয় বাসিন্দাদের কথায়, উদয়নারায়ণপুর থেকে জল নেমে গেলেও হরালী, গজা, সুলতানপুর এর মত নিচু গ্রাম গুলিতে এখনও জল রয়ে গিয়েছে।
কুড়চি আমরা কয়জন ক্লাবের মন্ডপ মহাসপ্তমী তে সম্পূর্ণ হয়েছে। সকালে নবপত্রিকা স্নান পর্ব শেষ হওয়ার পর শুরু হয় দেবীর পুজা। বন্যার জলকে উপেক্ষা করেই চলছে মহাসপ্তমীর পুজো। দক্ষিণ সুলতানপুর মধ্যপাড়া সর্বজনীন দুর্গোৎসব এর মন্ডপের নিচে গোড়ালি ডোবা জল। ওই অবস্থাতেই পুজো শুরু হয়েছে। গ্রামের মহিলারা এসেছেন কলা বৌ স্নান করাতে। দামোদর নদের জলে নবপত্রিকা স্নানের মুহূর্তও দেখা যায়। শিবানী পুর সিদ্ধেশ্বরী যুব সংঘ-এর পুজোর এ বছর ৩৬ তম বছর। সুদর্শন মন্ডপে দুর্গা পুজোর আয়োজন হয়েছে। সকালে কলা বৌ স্নান করানোর পর গজা অভিযাত্রী সংঘ এর পুজো শুরু হয়েছে।

এছাড়াও চেক করুন

বাঁকুড়ায় শিক্ষ‌কের বা‌ড়ি‌তে চু‌রি

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়াঃ বাঁকুড়া শহরের জুনবেদিয়া বাইপাসের কাছাকাছি পলাশতলা এলাকায় শিক্ষক বৈদ্যনাথ …

Leave a Reply

Your email address will not be published.