Breaking News
Home >> Breaking News >> মহালয়া তাও আবার কমেডি

মহালয়া তাও আবার কমেডি

স্টিং নিউজ সার্ভিস: আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর; ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা;
প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। শুভ মহালয়া সকল দর্শকবৃন্দকে

এবারের মহালয়ায় চলচিত্র ও সংগীত পরিচালক তপন মুখার্জির শঙ্খ আর্ট ফিল্মস নিবেদিত মোবাইল মর্দিনী। কমিডি মহিষাসুর মর্দিনী হিসেবে একটি অন্য রূপ এবং মানুষকে মনোরঞ্জন করার জন্যই এই কাজ তাদের। মোট ২০ জনের টিম মিলে হয় তাদের এই কাজের শুটিং, এতে অভিনয় করেছেন স্বয়ং পরিচালক তপন মুখার্জি এবং শিবের চরিত্রে রাজু দাস ও দুর্গার চরিত্রে পৌষালি সিনহা, লক্ষী ও সরস্বতীর ভূমিকায় মধুরিমা ও মিনা, এবং গণেশ ও কার্তিকের ভূমিকায় শুভজিৎ ও অভিষেক। মহিষাসুরের চরিত্রে অভিনয় করেছেন স্বর্ণজিৎ, কারিগরি নির্দেশনা তুষার মুখার্জি। চলুন দেখে নেওয়া যাক এই কমেডি মহালয়া ” মোবাইল মর্দিনী ”

এছাড়াও চেক করুন

ফাঁসিদেওয়ার মুণি চা বাগানে গণ বিবাহ অনুষ্ঠানে হাজির পর্যটনমন্ত্রী গৌতম দেব

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ শুক্রবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুণি চা বাগানে শ্রীহরি …

Leave a Reply

Your email address will not be published.