Breaking News
Home >> Breaking News >> ঘাটালে কয়লার গাড়ি উল্টে মর্মান্তিক দুর্ঘটনা,মৃত ১

ঘাটালে কয়লার গাড়ি উল্টে মর্মান্তিক দুর্ঘটনা,মৃত ১

স্টিং নিউজ সার্ভিস,পশ্চিম মেদিনীপুর: ঘাটাল চন্দ্রকোনারোড ৪ নং জাতীয় সড়কে ময়রাপুকুর মোড়ের টার্নিং এ কয়লা বোঝাই ট্রাক উল্টে মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।কয়লা বোঝাই ট্রাক উল্টে মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে একটি কয়লা বোঝাই ট্রাক চন্দ্রকোনা থেকে ঘাটাল যাওয়ার সময় ঘাটাল থানার বিবেকানন্দ মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সেই সময় ওই জায়গায় দাঁড়িয়ে ছিলেন ৩ ব্যক্তি। তাঁদের ওপরে গাড়িটি পাল্টি খেয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘাটাল থানার পুলিশ এসে উদ্ধারকাজ শুরু করে।

এখনও পর্যন্ত পুলিশ একজনকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে এই ঘটনায় সত্যিই ওই গাড়ির নিচে আরও কেউ আটকে পড়ে আছেন কি না তা দেখার জন্য পুলিশ গাড়িটি তোলার চেষ্টা করছে।

এছাড়াও চেক করুন

নবদ্বীপের রাস পুজো কমিটিগুলিকে সম্মাননা প্রদান করলো পুরাতন মুক্তিদূত

স্টিং নিউজ সার্ভিসঃ নবদ্বীপের সাপ্তাহিক পত্রিকা পুরাতন মুক্তিদূত -এর পক্ষ থেকে নবদ্বীপের রাস পুজো কমিটিগুলিকে …

Leave a Reply

Your email address will not be published.