Breaking News
Home >> Breaking News >> ঘাটাল আদালতে তোলা হল অ্যাসিড কান্ডে অভিযুক্ত স্বদেশ কুইলাকে , ৪ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ

ঘাটাল আদালতে তোলা হল অ্যাসিড কান্ডে অভিযুক্ত স্বদেশ কুইলাকে , ৪ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ

স্টিং নিউজ সার্ভিস,পশ্চিম মেদিনীপুর: কিছুদিন অাগে দাসপুর থানার সুপা গ্রামে টিউশন থেকে বাড়ি ফেরার পথে অ্যাসিড হামলার শিকার হয় দুই কিশোরী।
দাসপুরে অ্যাসিড কান্ডে অভিযুক্ত স্বদেশ কুইলা নামে একজন আসামীকে গ্রেপ্তার করে দাসপুর থানার পুলিশ।

রবিবার অভিযুক্তকে ঘাটাল আদালতে তোলা হয়। আসামীকে ৭ দিন পুলিশি হেপাজতের আবেদন করেন দাসপুর থানার পুলিশ। বিচারক সপ্তবর্না সেনগুপ্ত ৪ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।

প্রসঙ্গত কিছুদিন অাগে টিউশন থেকে বাড়ি ফেরার পথে অ্যাসিড হামলার শিকার দুই কিশোরী। ঘটনাটি দাসপুর থানার সুপা গ্রামে ঘটেছিল। সোমবার রাতে প্রাইভেট টিউটরের কাছে পড়া শেষ করে সাইকেলে ফিরছিল ওই দুই ছাত্রী। সেই সময় গাছের আড়াল থেকে দুষ্কৃতীরা তাদের লক্ষ করে অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ। আহত দু’জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অন্য ছাত্রীর মুখ অ্যাসিডে পুড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমায় গত এক বছরে বেশ কয়েকটি অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। গত মে মাসে ঘাটাল ও দাসপুরে একই দিনে অ্যাসিড হামলায় দুই মহিলা গুরুতর জখম হন। চার মাসের মাথায় ফের অ্যাসিড হামলার ঘটনা। তবে জেলায় অ্যাসিড আক্রমণের যে সব ঘটনা ঘটেছে, তার অধিকাংশই ঘটেছে ঘাটাল মহকুমা এলাকায়।

এছাড়াও চেক করুন

ভারত জাকাত মাঝির ডাকা পথ অবরোধের জেরে স্তব্ধ ঝাড়গ্রাম

স্টিং নিউজ সার্ভিস, ঝাড়গ্রামঃ ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ থেকে সাঁওতালি মাধ্যমে শিক্ষক শিক্ষণের ডিএলএড কোর্স চালু ও …

Leave a Reply

Your email address will not be published.