Breaking News
Home >> Breaking News >> ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেফতার দুই বাংলাদেশী যুবক

ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেফতার দুই বাংলাদেশী যুবক

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ শিলিগুড়ি মহকুমার ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকা থেকে দুই বাংলাদেশী যুবককে গ্রেফতার করল এসএসবির ৪১ নং ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃতদের নাম মহিম মিঁয়া ও আজাদ মিয়া। দুজনেই বাংলাদেশের বাসিন্দা।

এসএসবি সূত্রে জানা গিয়েছে যে ওই দুইজন ঢাকা থেকে বিমানে নেপালের কাঠমান্ডুতে পৌঁছায়। এরপর বৃহস্পতিবার নেপাল থেকে ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি দিয়ে শিলিগুড়িতে ঢোকার চেষ্টা করে।

সেই সময় এসএসবি জওয়ানদের সন্দেহ হয়। এবং বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। এরপর কাগজপত্র না দেখাতে পারায় গ্রেফতার করা হয়। ধৃতদের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেন এসএসবির জাওয়ানরা। এদিন ধৃতদের শিলিগুড়ি আদালতে তোল হয় ধৃতদের।

এছাড়াও চেক করুন

বাঁকুড়ায় শুরু হলো শ্রমিক মেলা ২০২০।

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়াঃ আজ শুরু হলো শ্রমিক মেলা ২০২০ । রাজ্যের মুখ্যমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published.