Breaking News
Home >> Breaking News >> চাপড়ায় সোনা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজন গ্রেফতার

চাপড়ায় সোনা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজন গ্রেফতার

সমীর রুদ্র, স্টিং নিউজ, চাপড়া: চাপড়ার ন,মাইলে সোনা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ। ঘটনার রাতেই চাপড়ার বাদলাঙ্গি থেকে গ্রেফতার করা হয় হালিম সেখ কে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের নাম জানতে পারে পুলিশ। বুধবার রাতে চাপড়ার বাঙালঝি থেকে গ্রেফতার করা হয় সাইদুল সেখ(৩৩) ও রাহুল সেখ(৩০)কে। এ পর্যন্ত ঐ ঘটনায় গ্রেফতারির সংখ্যা দাঁড়াল তিন।

ধৃতদের আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হলে,বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

উল্লেখ্য,মঙ্গলবার রাত ৭:২০নাগাদ চাপড়ার ন,মাইলে সাত-আট জনের সশস্ত্র দুষ্কৃতী দল রাজু ঘোষ নামে নৈহাটির এক স্বর্ণ ব্যবসায়ীর গাড়ি গুলি করে আটকে লুঠপাট চালায়। ঘটনার তদন্তে নেমে চাপড়া থানার পুলিশ সেই রাতেই ঘটনার সাথে জড়িত হালিম সেখ কে গ্রেফতার করে।

ঘটনার সময় প্রায় সকল দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্র থাকলেও এখনো পর্যন্ত পুলিশ কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, হেফাজতে নেওয়া ধৃতদের জেরা করে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ছিনতাই হওয়া সমস্ত মাল ও আগ্নেয়াস্ত্র উদ্ধারেরও চেষ্টা চলছে।

এছাড়াও চেক করুন

কালীগঞ্জে আলিয়া মাদ্রাসা ভোটে জয়ী তৃণমূল

স্টিং নিউজ সার্ভিস, নদিয়াঃ কালীগঞ্জের জানকিনগর আলিয়া মাদ্রাসার নির্বাচনে নির্বাচনে রবিবার ব্যাপক ভোটে জয়লাভ করে …

Leave a Reply

Your email address will not be published.