Breaking News
Home >> Breaking News >> এই সরকার নুনভাতের সরকার, মন্তব্য দিলীপ ঘোষের

এই সরকার নুনভাতের সরকার, মন্তব্য দিলীপ ঘোষের

সৌভিক সরকার, স্টিং নিউজ, উত্তর ২৪ পরগনা: সোমবার নৈহাটির সাংগঠনিক বৈঠক শেষে বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ চুঁচুড়ার স্কুলে মিড-ডে মিলে নুনভাত দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “এ সরকার নুন ভাতের সরকার। নিজের পার্টি কর্মীদের জন্য ডিম ভাত আর ছাত্রদের জন্য নুন ভাত।”

এছাড়াও নৈহাটির গণেশ দাস গ্রেফতারের অভিযোগে দীলিপ ঘোষ বলেন, “২৮ হাজার কেস রয়েছে আমাদের কর্মীদের উপর। আমার উপরেই বিশ বাইশটা কেস আছে। আমরা কেসকে ভয় পাই না। ভয় পেলে ১৮ টা সিট জিততে পারতাম না। কেসের জবাব আমরা কোর্টে দেব।”

এছাড়াও চেক করুন

পশ্চিম মেদিনীপুরে NRC, CAA, NPR ও কেন্দ্রীয় সরকারের জনস্বার্থবিরোধী আইনের বিরুদ্ধে জেলা যুব তৃণমূলের মিছিল

পশ্চিম মেদিনীপুর:- জেলা যুব তৃণমূল কংগ্রেসের আহ্বানে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী NRC/ CAA /NPR ও কেন্দ্রীয় …

Leave a Reply

Your email address will not be published.