Breaking News
Home >> Breaking News >> আকস্মিক কয়েক মিনিটের ঝড়ে বিপর্যস্ত জনজীবন

আকস্মিক কয়েক মিনিটের ঝড়ে বিপর্যস্ত জনজীবন

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়াঃ আকস্মিক ঝড়ে বিপর্যস্ত ইন্দাস থানার বেশ কয়েটি গ্রামের জনজীবন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার পরীক্ষাপাড়া, মাঝারিপাড়া, দাসপাড়া, ও মল্লিকপাড়া গ্রামের।

স্থানীয় সুত্রের খবর, বৃষ্টি হচ্ছিল সেই সময় হঠাৎ ঝড়ে প্রায় ১৬ টি বাড়ি ভেঙে পড়ে যায়। এই ঘটনার জেরে প্রায় ১০ জন আহত হয়েছে এবং ২ টি বাচ্চা আহত হয়েছে।

এক ক্ষতিগ্রস্ত গ্রামবাসি বাসন্তী রুইদাস বলেন, হঠাৎ ঝড়ে বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। আমি আর আমার ছেলে ঘড়ে চাপা পরে যায়। কোন রকমে আমরা ঘড় থেকে বেড়িয়ে আসি। আমার ঘড়ের চাল, ডাল, টিভি, থালাবাসন সবকিছু ঝড়ের নষ্ট হয়ে গিয়েছে। এখন আমরা নিশ্ব হয়ে পরেছি।

ক্ষতিগ্রস্ত গ্রামবাসি নারুগোপাল রুইদাস বলেন, আমার ৮ বছরের ছেলের মাথায় আঘাত লেগেছে। এই মুহূর্তে ঘর হাড়িয়ে সকল গ্রামবাসি পরীক্ষাপারা ওঙ্গনওয়ারীতে বসবাস করছে। এবং প্রশাসন। গ্রামবাসিদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে।

এছাড়াও চেক করুন

কালীগঞ্জে আলিয়া মাদ্রাসা ভোটে জয়ী তৃণমূল

স্টিং নিউজ সার্ভিস, নদিয়াঃ কালীগঞ্জের জানকিনগর আলিয়া মাদ্রাসার নির্বাচনে নির্বাচনে রবিবার ব্যাপক ভোটে জয়লাভ করে …

Leave a Reply

Your email address will not be published.