Breaking News
Home >> Breaking News >> পুলিশি অভিযান চালিয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকার স্পিড ও নকল মদ, গ্রেফতার দুই

পুলিশি অভিযান চালিয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকার স্পিড ও নকল মদ, গ্রেফতার দুই

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ বুধবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের মেজবানগছ এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ।

এরপর সেখান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে স্পিড ও নকল মদ। এই ঘটনায় গ্রেফতার করা হয় দুজনকে। ধৃতদের নাম বাসুদেব মন্ডল(২৬) সুজন মন্ডল(২২)। দুজনই বিধাননগরের সদরগছের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, উদ্ধার ২২৫০ লিটার স্পিডের অনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে উদ্ধার হওয়া স্পিড নকল মদ তৈরির জন্য বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কীনা তা তদন্ত করে দেখছে পুলিশ। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

এছাড়াও চেক করুন

আর মাত্র একদিন পরেই বিশ্বকর্মার পূজা,শেষ তুলির টান দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

স্টিং নিউজ সার্ভিস,পশ্চিম মেদিনীপুর: আর মাত্র একদিন তারপরেই শিল্প দেবতা বিশ্বকর্মার পূজা। মৃৎশিল্পীদের শেষ মুহূর্তে …

Leave a Reply

Your email address will not be published.