স্টিং নিউজ সার্ভিসঃ বাস উল্টে আহত হল ২০ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের দীঘা নন্দকুমার জাতীয় সড়কের মারিশদার দুরমুঠ বাসস্ট্যান্ডের কাছে। আহত ২০ জন যাত্রীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের ভর্তি করে। পুলিশ এসে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানা গেছে দিঘা থেকে কোলকাতার যাওয়ার জন্য রওনা দিয়েছিল সরকারী বাসটি ।দ্রুত গতিতে থাকার কারণের বাসটি উল্টো যায় বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান।