Breaking News
Home >> Breaking News >> স্কুল বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

স্কুল বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ মঙ্গলবার শিলিগুড়ির কাছে ফুলবাড়ির ঘোষপুকুর বাইপাস রোডে স্কুলবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। এই ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

জানা গিয়েছে যে, এদিন একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র বোঝাই বাস ফুলবাড়ির দিকে আসছিল। অপরদিকে ট্রাকটি ফুলবাড়ি থেকে ফাঁসিদেওয়ার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় মহানন্দা ব্যারেজের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও ট্রাকটির। এই ঘটনায় আহত হন চার জন ছাত্র-ছাত্রী সহ ওই বাসের চালক।

এরপর স্থানীয়রা তরীঘরী খবর দেন পুলিশকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এনজেপি থানার পুলিশ। এরপর পুলিশ আহতদের উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। আহত ছাত্রছাত্রীরা একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়েন।তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

অপরদিকে ঘাতক গাড়ি দুটিকেই আটক করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।

এছাড়াও চেক করুন

হিংস্র প্রাণী না থাকায় সার্কাসে দর্শক বিমুখ, গ্রামীণ মেলায় উপচে পড়ছে ভিড়

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ, হাওড়াঃ ডিসেম্বর মাস আসলেই গ্রাম বাংলায় সার্কাসের তাঁবু বসতো। বাঘ-সিংহ, বিদেশি …

Leave a Reply

Your email address will not be published.