নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়াঃ সাইকেল চোর সন্দেহে এক যুবককে ল্যাম্প পোস্টে বেঁধে চলল গণপিটুনি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মাচানতলায়।
অভিযোগ,দীর্ঘদিন ধরেই ঐ এলাকায় সাইকেল চুরি হচ্ছিল। সোমবার সকালে মাচানতলা কাপড় ব্যবসায়ীদের এলাকা থেকে সাইকেল চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় ঐ যুবক। ধরার পর তাকে একটি ল্যাম্প পোস্টে বেঁধে চলে উত্তেজিত জনতার গণপ্রহার।
এলাকাবাসী জানান, ঐ এলাকা থেকে মাঝে মধ্যেই সাইকেল চুরি হয়ে যেত। বেশ কিছু দুষ্কৃতী দিনে দুপুরে এই চুরি করত। ফলে সুযোগের অপেক্ষায় ছিল এলাকাবাসী। এদিন ঐ যুবক হাতেনাতে ধরা পরতেই উত্তেজিত হয়ে ক্ষোভ উগরে দেন তারা।
স্থানীয়রা বাঁকুড়া সদর থানায় খবর দিলে বাঁকুড়া সদর থানার পুলিশ অভিযুক্ত কে উদ্ধার করে নিয়ে যায়।