Breaking News
Home >> Breaking News >> হালিশহরে যুবকের রহস্য মৃত্যুতে নতুন মোড়, ঠিক একদিন পরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রেমিকা

হালিশহরে যুবকের রহস্য মৃত্যুতে নতুন মোড়, ঠিক একদিন পরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রেমিকা

সৌভিক সরকার, স্টিং নিউজ করেসপন্ডেন্ট, উত্তর ২৪ পরগনা: গতকালের হালিশহরে চয়ন বনিক আত্মহত্যার না খুন এই ঘটনার যখন তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে গতকাল রাতেই জিজ্ঞাসাবাদের জন্য কৌশিক পাত্র, বিবেক সিং এবং চয়নের প্রেমিকা তৃষা মন্ডলকে আটক করে বীজপুর থানার পুলিশ। যদিও রাতের দিকে জিজ্ঞাসাবাদের পর তৃষাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে বাকি দুজনকে গ্রেফতার করে পুলিশ।

কিন্তু হঠাৎ আজ সকালবেলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে প্রেমিকা তৃষা মন্ডল। গতকাল এই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আটক করে নিয়ে আসা হয়েছিল থানায় আজ সকাল বেলা” তৃষার বাড়ির লোক ঘরের লোক দরজা খুলে দেখতে পায় ।আত্মহত্যা করলেন কেন তৃষা তদন্ত করছে বিজপুর থানার পুলিশ। মৃতদেহ নিয়ে যাওয়া হয় কল্যাণী যে এন এম হাসপাতালে।

এছাড়াও চেক করুন

হিংস্র প্রাণী না থাকায় সার্কাসে দর্শক বিমুখ, গ্রামীণ মেলায় উপচে পড়ছে ভিড়

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ, হাওড়াঃ ডিসেম্বর মাস আসলেই গ্রাম বাংলায় সার্কাসের তাঁবু বসতো। বাঘ-সিংহ, বিদেশি …

Leave a Reply

Your email address will not be published.