Breaking News
Home >> Breaking News >> পূর্ব মেদিনীপুরে দেবী আরাধনায় খুঁটিপূজো

পূর্ব মেদিনীপুরে দেবী আরাধনায় খুঁটিপূজো

স্টিং নিউজ সার্ভিসঃ পুজোর কাউন্টডাউন শুরু সর্বত্র। আর মাত্র হাতে গোনা কিছুদিন বাকি। কুমোরটুলিতে ব্যস্ততা শুরু মৃৎশিল্পীদের।আর তারসাথে পুজোউদ্যোক্তারাও, তারা এখন থেকে খুঁটি পুজোর মাধ্যমে একপ্রস্থ উদ্দিপনার সূত্রপাত শুরু হয়েগেলো।

রবিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের মেছেদার অন্তর্গত গুলুড়িয়া অলস্টার ক্লাবের পূজোর খুঁটিপূজো অনুষ্ঠিত হলো। এবছর এই ক্লাবের পুজো ১৬ তম বর্ষে পদার্পন করবে। পুজো উদ্যোক্তারা জানান এবছরও পুজোয় মন্ডপসজ্জা ও প্রতিমার মধ্যে থাকবে অভিনবত্বের ছোঁয়া। এবছর বাজেট থাকছে ১৫ লক্ষ টাকা।

এছাড়াও চেক করুন

জেলাশাসকের দপ্তরে সামনে ৫ দফা দাবিতে বিক্ষোভ গ্রামীন সম্পদ কর্মীদের

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়াঃ আজ দুপুরে বাঁকুড়া হিন্দুহাই স্কুলে জমায়েত হয়ে বাঁকুড়া শহর …

Leave a Reply

Your email address will not be published.