Breaking News
Home >> Breaking News >> অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য

অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য

বিশ্বজিৎ মন্ডল, স্টিং নিউজ করেসপনডেন্ট, মালদা: গতকাল সন্ধ্যায় অর্থাৎ শনিবার পুরাতন মালদার সাহাপুর বাইপাস রোডের ধারে একটি নয়নজুলিতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ।

ঘটনাস্থলে গিয়ে জানা যায় মৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। মৃতের গায়ে কোন জামা কাপড় ছিল না শুধুমাত্র একটি টাউজার প্যান্ট পড়ে ছিল কিন্তু শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন মেলেনি। গতকাল বিকেল ৩টা নাগাদ সাহাপুরের স্থানীয় কিছু লোক গরু চরানোর সময় নয়ানজুলিতে মুখ থুবড়ানো অবস্থায় জলের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায়।

খবর জানাজানি হতে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় মানুষজন এবং ওই ব্যক্তি কে সনাক্ত করার জন্যই কিছু লোক নয়নজুলি থেকে তুলে নয়ন জুলির ধারে রেখে দেয় ,কিন্তু মৃত ব্যক্তিকে কেউ সনাক্ত করতে পারেনি। এলাকাবাসীর অনুমান যে ফাঁকা বাইপাস রোডের ধারে কেউ মেরে ফেলে দিয়ে গেছে যদিও পুলিশের প্রাথমিক অনুমান যে ,মৃত ব্যক্তি সম্ভবত নেশা করে জলে পড়ে গিয়ে মৃত্যুর কারণ ঘটতে পারে।

অন্যদিকে ওই এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্য অনিক ঘোষ জানান যে তাদের এলাকায় এই ধরনের ঘটনা প্রথম ঘটল এবং তার অনুমান যে এই ব্যক্তিকে কেউবা কারা বাইরে কোথাও মেরে আমাদের এই বাইপাসের ধারে ফেলে দিয়ে চলে গেছে তাই তিনি পুলিশের কাছে দাবি রাখেন যে এই মৃত ব্যাক্তির যেন খুব শীঘ্রই সনাক্ত করা যায় এবং বাইপাস রোডে আরো যেন পুলিশি টহল দাড়ি বাড়ানো হয় ।গোটা ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।

এছাড়াও চেক করুন

হিংস্র প্রাণী না থাকায় সার্কাসে দর্শক বিমুখ, গ্রামীণ মেলায় উপচে পড়ছে ভিড়

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ, হাওড়াঃ ডিসেম্বর মাস আসলেই গ্রাম বাংলায় সার্কাসের তাঁবু বসতো। বাঘ-সিংহ, বিদেশি …

Leave a Reply

Your email address will not be published.