Breaking News
Home >> Breaking News >> দিনহাটায় বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির, আহত ১

দিনহাটায় বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির, আহত ১

মনিরুল হক, স্টিং নিউজ, কোচবিহারঃ বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তির নাম বিষ্ণু সেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনহাটা ১ নং ব্লকের পেউলাগুড়ি গ্রাম এলাকায়। জানা গেছে, আজ সকালে বাজ পরে অজ্ঞান হয় বিষ্ণু সেন ও তাঁর স্ত্রী স্বপ্না সেন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁর চিকিৎসা শুরু করার পর বিষ্ণুর মৃত্যু হয় বলে জানা যায়। মৃতের স্ত্রী স্বপ্না সেন গুরুতর অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ বিষ্ণু সেন ও স্বপ্না সেন বাড়িতেই ছিলেন। পরে প্রতিদিনের মত সকালে কাজে বেড়নোর সময় হঠাৎ বাজ পরে তার উপর। ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে দুজনেই। বাজ পরার শব্দ শুনেই ছুটে আসে স্থানীয় লোকজন। তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে।

সেখানে তাঁদের সাথে সাথেই চিকিৎসা শুরু করবার পরেই বিষ্ণু সেনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুত্বর অবস্থায় স্বপ্না সেনের চিকিৎসা চলছে হাসপাতালে। ওই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে।

এছাড়াও চেক করুন

মাদারিহাটে জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় আহত চালক

স্টিং নিউজ সার্ভিস: পথ দুর্ঘটনা আহত চালক। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে মাদারিহাটে ৩১ নং …

Leave a Reply

Your email address will not be published.