স্টিং নিউজ সার্ভিসঃ ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের জলঙ্গীর এক যুবকের।
মুর্শিদাবাদের জলঙ্গী থানার দয়রামপুর গ্রামের ছেলে মাসিদুল ইসলাম নামে এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর একটা নাগাদ কেরলে কাজে গিয়ে কাজে থাকা অবস্থায় পড়ে গিয়ে মৃত হয়।
মৃত ব্যক্তির নাম মাসিদুল ইসলাম, কেরলের ত্রিশূল জেলার করাটি থানায় ওয়েল্ডিংগের কাজ করতে গিয়ে ক্রেনের তার ছিড়ে যায় এমনতো অবস্থার কাজ করতে থাকা দুই ব্যক্তি পড়ে যায়।
ঘটনা স্থলে মৃত হয় মাসিদুল ইসলাম নামের এক ব্যক্তি।অনন্য এক জন আইসিইউ তে ভর্তি আছেন। প্রায় 8 বছর ধরে কাজ করেন কেরোলে।আজ বিমানে করে নিথর দেহ নিয়ে আসা হচ্ছে এই রাজ্য।