Breaking News
Home >> Breaking News >> ভোররাতে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা মৃত ৪, আহত ১

ভোররাতে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা মৃত ৪, আহত ১

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ, হাওড়াঃ ৬ নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত হল ৪জনের। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে আলামপুর ও ধূলাগড়-এর মাঝামাঝি এলাকায়। আহত অন্য এক যুবককে ভর্তি করানো হয়েছে আর জি কর হাসপাতালে। গাড়িটিতে ওড়িষ্যার নম্বর থাকায় পুলিশের অনুমান মৃত ও আহত ব্যক্তিরা ওখানকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওনেকটা দূর থেকে একটি বিকট শব্দ শোনা যায়। দুর্ঘটনাস্থলটি ফাঁকা এলাকায় হওয়ায় উদ্ধারে কিছুটা সময় লাগে। জাতীয় সড়কে টহল দেওয়া পুলিশের ভ্যান আসে। সাদ রঙের ফ্যামিলি গাড়িটির গতি থাকায় একটি কন্টেনারের নিচে ঢুকে যায়। চালকের দিকে সমস্তটা ভেঙ্গেচুড়ে গিয়েছে। গাড়ির বডি ছাড়িয়ে দেহ বের করে আনা হয়। ঘটনাস্থলে ৪জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ১জনকে উদ্ধার করে স্থানীয় গাববেড়িয়া হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু অবস্থার অবনতি হতে থাকায় পাঠানো হয় কলকাতায়।

মৃতদের পরিচয় সম্পর্কে পুলিশ সূত্রে জানা গেছে পি তেজেশ্বর রাও, দিলীপ কুমার নায়ে্‌ মনোজ কুমার মোহান্তি এবং দিগ্বিজয় দাস প্রত্যেকে ওড়িষ্যার ভুবনেশ্বরের বাসিন্দা। তবে আহত ব্যক্তির বিষয় কিছু জানা যায়নি।

এছাড়াও চেক করুন

বাঁকুড়ায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়াঃ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য …

Leave a Reply

Your email address will not be published.