Breaking News
Home >> Breaking News >> দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে এক যুবতীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালালো দুস্কৃতীরা

দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে এক যুবতীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালালো দুস্কৃতীরা

স্টিং নিউজ সার্ভিসঃ আদালতে যাওয়ার পথে প্রকাশ্য দিবালোকে এক যুবতীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে গেল দুস্কৃতীরা। যদিও গুলিতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার হাসপাতাল পাড়া এলাকায় রামমোহন চিলড্রেনস অ্যাকাডেমির সামনে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে ইসলামপুর শহরে। ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ। লোকজনে ভরা ইসলামপুর হাসপাতাল পাড়া এলাকায় গুলি চালনার ঘটনায় স্থানীয় মানুষজনের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয়,সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর স্টেট ফার্ম কলোনির বাসিন্দা নিকিতা সরকার নামে এক যুবতী স্কুটি চালিয়ে ইসলামপুর মহকুমা আদালতে যাচ্ছিল। পথে হাসপাতাল পাড়া এলাকায় রামমোহন চিলড্রেনস অ্যাকাডেমির সামনে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুস্কৃতীরা। জানা গিয়েছে মোটরবাইকে চেপে তিন দুস্কৃতী এসেছিল। তাঁরা যুবতী নিকিতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালালেও কারও গুলি লাগেনি। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ।

সূত্রের খবর নিকিতা সরকার নামের ওই যুবতীর সঙ্গে ইসলামপুরের একজন ব্যাবসায়ীর বিয়ে হয়েছিল। পরে জানা যায় যে ওই ব্যাবসায়ীর আগে একজন স্ত্রী ও একটি বাচ্চাও রয়েছে। এই ঘটনা নিয়ে ইসলামপুর মহকুমা আদালতে মামলা হয় এবং যুবতীটি ডিভোর্সের জন্য আবেদনও করেন। এদিন নিকিতা ও তাঁর দাদা আদালতে তাদের উকিলের সাথে দেখা করতে যাচ্ছিলেন। আদালতে যাওয়ার পথেই হাসপাতাল পাড়া এলাকায় ওই যুবতীকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুস্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এছাড়াও চেক করুন

হিংস্র প্রাণী না থাকায় সার্কাসে দর্শক বিমুখ, গ্রামীণ মেলায় উপচে পড়ছে ভিড়

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ, হাওড়াঃ ডিসেম্বর মাস আসলেই গ্রাম বাংলায় সার্কাসের তাঁবু বসতো। বাঘ-সিংহ, বিদেশি …

Leave a Reply

Your email address will not be published.