Breaking News
Home >> Breaking News >> বীজপুর থানার এক অফিসারের তৎপরতায় ঘরে ফিরল ভারসাম্যহীন বৃদ্ধ

বীজপুর থানার এক অফিসারের তৎপরতায় ঘরে ফিরল ভারসাম্যহীন বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি: বীজপুর থানার তৎপরতায় অনেক মানুষ ফিরে যায় তার নিজের বাড়ি। এমনই ঘটনা সাক্ষী আবার বীজপুর থানা, দত্তপাড়া বনগাঁর বাসিন্দা গত 14 তারিখ রবিবার দুপুর বারোটার সময় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ গৌরাঙ্গ বণিক(80) কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এতে চিন্তার বাঁধ ভেঙে পড়ে পরিবারের উপর অভিযোগ জানায় বনগাঁ থানায়।

বাড়ির লোক না খুঁজে পেয়ে রাস্তায় রাস্তায় মাইকিং করে। অবশেষে ফোন যায় বীজপুর থানা থেকে ও স্বস্তির নিঃশ্বাস বায়ে পরিবার। 15 তারিখ রাত্রিবেলা বীজপুর থানার অফিসার মিঠুন পাল হালিশহর বাঘমোড়ে ডিউটি করার সময় চোখে পড়ে ওই বৃদ্ধ মানুষটির উপর তিনি তড়িঘড়ি গাড়ি থেকে নেমে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং তদন্ত শুরু করে অবশেষে খোঁজ পায় বাড়ির লোকের 16 তারিখ সন্ধ্যেবেলা বনগাঁ থেকে আসা পরিবারের হাতে তুলে দেন ভারসাম্যহীন গৌরাঙ্গ বনিককে।

এতে খুশি পরিবারের সবাই বীজপুর থানার সমস্ত অফিসার ধন্যবাদ জানায়। বীজপুর থানার অফিসার মিঠুন পাল হাত ধরে বাড়ি ফিরে অনেকেই।

এছাড়াও চেক করুন

মাদারিহাটে জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় আহত চালক

স্টিং নিউজ সার্ভিস: পথ দুর্ঘটনা আহত চালক। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে মাদারিহাটে ৩১ নং …

Leave a Reply

Your email address will not be published.