Breaking News
Home >> Breaking News >> সত্তরোর্ধ প্রতিবন্ধী দম্পতির বিবাহ বার্ষিকী পালন হলো সাড়ম্বরে

সত্তরোর্ধ প্রতিবন্ধী দম্পতির বিবাহ বার্ষিকী পালন হলো সাড়ম্বরে

স্নেহাশিস মুখার্জি, স্টিং নিউজ করেসপনডেন্ট, নদিয়াঃ শিবতোষ বন্দ্যোপাধ্যায় পেশায় শিক্ষক নেশা ছবি আঁকা ও সমাজ সেবা। যখন তার বয়স 25 বছর একটি আকস্মিক দুর্ঘটনায় ডান হাতটি বাদ যায়। তখনথেকেই তিনি স্থির করেন বিশেষ চাহিদা সম্পন্ন দের জন্য কিছু একটা করবেন। কলকাতার রামকৃষ্ণ মিশনে শিক্ষকতা করার সময় আলাপ হয় ছাত্রী হিসেবে কল্পনা মুখার্জির সাথে। কল্পনা দেবীও শ্রবণসংক্রান্ত প্রতিবন্ধী হওয়ায় নানা ধরনের প্রতিবন্ধকতা যুক্ত মানুষের সেবা করতে থাকেন কলকাতায়।

১৮৮২ সালে ঠিক এমনই একদিন জীবনসঙ্গী হিসেবে বেছে নেন কল্পনা দেবী কে। নিঃসন্তান হওয়ার কারণে, শিক্ষাকতার অবসরে ফিরে আসেন দেশের বাড়ি শান্তিপুরে। একদিকে বয়সের ভার অন্যদিকে শারীরিক সমস্যা তাই ভর করতে হয় এক ভাতুষ্পুত্র র উপর।

কিন্তু সরল বিশ্বাসের সুযোগ নিয়ে একের পর এক নগদ অর্থ, জমির দলিল হাতিয়ে নেয় সে। উদভ্রান্ত হয়ে ছুটে যায় প্রশাসন স্থানীয় বিধায়ক এর কাছে। স্থানীয় বিধায়ক শান্তিপুরেরএকটি প্রতিবন্ধী সংগঠন এর উপর দায়িত্ব দেন। তারপর থেকে তিনি সানন্দে নব উদ্যমে তার বাড়িটি “প্রতিবন্ধী অফিস”সাইনবোর্ড লাগিয়ে সংগঠনের অন্য সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিবা রাত্র বিশেষ চাহিদা সম্পন্ন দেরভাতা লোন জীবিকা স্বনির্ভর প্রকল্প ছবি আঁকা নাচ গান সহ একটি স্কুল চালু করেন।

গতকাল ৭২ বছরের এই পৌঢ় তার স্ত্রী কল্পনা দেবীর ৩৭ বছরের বিবাহ বার্ষিকী পালন করলেন সংগঠনের ছেলেমেয়েরা। রীতিমত বেলুন ফুল দিয়ে ঘর সাজিয়ে মালাবদল করে ৪৫ জন দুঃস্থ প্রতিবন্ধীদের নিমন্ত্রণ করে খাইয়ে ধুমধাম করে পালিত হলো “বিবাহ বার্ষিকী”।

এছাড়াও চেক করুন

হিংস্র প্রাণী না থাকায় সার্কাসে দর্শক বিমুখ, গ্রামীণ মেলায় উপচে পড়ছে ভিড়

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ, হাওড়াঃ ডিসেম্বর মাস আসলেই গ্রাম বাংলায় সার্কাসের তাঁবু বসতো। বাঘ-সিংহ, বিদেশি …

Leave a Reply

Your email address will not be published.