Breaking News
Home >> Breaking News >> ঝাড়গ্রাম শহরে পার্থেনিয়াম সাফাই অভিযানে নামল শহর যুব তৃণমূলের কর্মীরা

ঝাড়গ্রাম শহরে পার্থেনিয়াম সাফাই অভিযানে নামল শহর যুব তৃণমূলের কর্মীরা

কার্তিক গুহ, স্টিং নিউজ করেসপন্ডেন্ট, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহর যুব তৃণমূলের সভাপতি অজিত মাহাতর নেতৃত্বে যুব তৃণমূলের কর্মীরা ১২ নম্বর ওয়ার্ডের এন্ড্রুজ হস্টেল লাগোয়া রাস্তার ধারের পার্থেনিয়াম গাছ উপড়ে ফেলে পরিষ্কার করেন। বিষাক্ত পার্থেনিয়াম গাছ সমাজের অনেক ধরনের ক্ষতি করছে।

প্রতি রবিবার শহরে এই কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছে যুবরা। সমাজ পরিষ্কার রাখার কর্মসূচিতে ছিলেন শহর যুব তৃণমূলের সম্পাদক উজ্জ্বল পাত্র, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি জয়দীপ হোতা প্রমুখ।

এছাড়াও চেক করুন

হিংস্র প্রাণী না থাকায় সার্কাসে দর্শক বিমুখ, গ্রামীণ মেলায় উপচে পড়ছে ভিড়

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ, হাওড়াঃ ডিসেম্বর মাস আসলেই গ্রাম বাংলায় সার্কাসের তাঁবু বসতো। বাঘ-সিংহ, বিদেশি …

Leave a Reply

Your email address will not be published.