Breaking News
Home >> Breaking News >> পূর্ব মেদিনীপুর এগরা-১ ব্লকে উদ্বোধন হল উপস্বাস্থ্যকেন্দ্রর

পূর্ব মেদিনীপুর এগরা-১ ব্লকে উদ্বোধন হল উপস্বাস্থ্যকেন্দ্রর

স্টিং নিউজ সার্ভিস, পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের কুদী উপস্বাস্থ্যকেন্দ্রর নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করেন এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ।

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে এই উপ স্বাস্থ্যকেন্দ্রটি ভাড়াঘরে ছিল।স্বাস্থ্য দফতরের প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা ব্যয়ে এই উপস্বাস্থ্যকেন্দ্রটির নতুন ভবন নির্মিত হয়েছে।” আগামী দিনে উপস্বাস্থ্যকেন্দ্রটির উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করবে পঞ্চায়েত সমিতি, দাবি পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজের।অবশেষে উপস্বাস্থ্যকেন্দ্রর স্থায়ী ভবন নির্মিত হল রাসনে।

অনুষ্ঠানে ছিলেন এগরা-১ ব্লকের বিডিও বংশীধর ওঝা, ব্লকের সহ-সভাপতি রাধাকান্ত বর, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ রেখা প্রধান, ছত্রি গ্রাম পঞ্চায়েতের প্রধান আশীষ প্রধান, উপ-প্রধান ধনঞ্জয় জানা, কর্মাধ্যক্ষ মানসী দে, শিক্ষক ও সমাজকর্মী সূর্যকান্ত দাস, সমাজসেবী নীলাঞ্জন মাইতি, স্বাস্থ্যকর্মী আরতি চুয়ান ও মধুমিতা মিশ্র প্রমুখ।

এছাড়াও চেক করুন

জেলাশাসকের দপ্তরে সামনে ৫ দফা দাবিতে বিক্ষোভ গ্রামীন সম্পদ কর্মীদের

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়াঃ আজ দুপুরে বাঁকুড়া হিন্দুহাই স্কুলে জমায়েত হয়ে বাঁকুড়া শহর …

Leave a Reply

Your email address will not be published.