Breaking News
Home >> Breaking News >> নদিয়ার চাপড়ায় বজ্রপাতে মৃত্যু হলো এক কৃষকের

নদিয়ার চাপড়ায় বজ্রপাতে মৃত্যু হলো এক কৃষকের

সমীর রুদ্র, স্টিং নিউজ, চাপড়া: মাঠে চাষ করার সময় বজ্রপাতে মৃত্যু হলো এক পৌঢ়ের। শনিবার ঘটনাটি ঘটেছে চাপড়া থানার গোয়ালডাঙা গ্রামে । মৃতের নাম গোলাম মণ্ডল, বয়স ৫৩বছর ।

স্থানীয় সূত্রে জানা গেছে ঐ ব্যক্তি মাঠে কৃষিকাজ করছিলেন । বিকেল সাড়ে তিনটে নাগাদ বজ্র বিদ্যুতসহ ভারী বৃষ্টিপাত হচ্ছিল । সেই সময় ঐ ব্যক্তি বজ্রপাতে মারা যান । ঐ ঘটনায় একটি গরুরও মৃত্যু হয়েছে ।

এছাড়াও চেক করুন

জেলাশাসকের দপ্তরে সামনে ৫ দফা দাবিতে বিক্ষোভ গ্রামীন সম্পদ কর্মীদের

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়াঃ আজ দুপুরে বাঁকুড়া হিন্দুহাই স্কুলে জমায়েত হয়ে বাঁকুড়া শহর …

Leave a Reply

Your email address will not be published.