Breaking News
Home >> Breaking News >> সেবকে ধস, বন্ধ শিলিগুড়ি সিকিম যোগাযোগ ব্যবস্থা

সেবকে ধস, বন্ধ শিলিগুড়ি সিকিম যোগাযোগ ব্যবস্থা

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ টানা দুদিনের বৃষ্টিতে পাহাড়ের বিভিন্ন জায়গায় ধস। সেবক কালি মন্দিরের সামনে ধস, ধস পড়েছে করনেশন ব্রিজের সামনে এছাড়াও কালিঝোরার কাছে দুই জায়গায় ধস। এবং শ্বেতোঝোড়ায় ধসের ফলে বন্ধ ১০ নং জাতীয় সড়ক।

যার ফলে বন্ধ শিলিগুড়ি সিকিম যোগাযোগ ব্যবস্থা। এদিন সকাল থেকেই দু পাশে আটকে রয়েছে কয়েকশো গাড়ি। যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের। তবে প্রশাসনের তরফ থেকে জোর কদমে চলছে ধস সরানোর কাজ। যদিও বৃষ্টির কারনে অনেকটা ব্যহত হচ্ছে ধস সরানোর কাজ।

এছাড়াও চেক করুন

২১ শে জুলাই এর সমর্থনে মিছিল করলেন দেব

কার্তিক গুহ, স্টিং নিউজ, পশ্চিম মেদিনীপুর: ২১ শে জুলাই তৃনমূল কংগ্রেসের শহীদ দিবসকে সামনে রেখে …

Leave a Reply

Your email address will not be published.