Breaking News
Home >> Breaking News >> শিলিগুড়ির ফাঁসিদেওয়ার আমযামনিতে হাতির তান্ডব, ব্যাপক আতঙ্ক

শিলিগুড়ির ফাঁসিদেওয়ার আমযামনিতে হাতির তান্ডব, ব্যাপক আতঙ্ক

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ
বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত ফাঁসিদেওয়া ব্লকের আমযামনিতে হাতির তান্ডবে ব্যাপক আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন ভোরবেলা অচমাই হাতির পাল ঢুকে পড়ে।

এরপর আমযামনি এলাকার তিনটি বাড়ি ভেঙে দেয়। এরপর ঘরের ভেতরে থাকা খাপার খেয়ে চলে যায়। যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর। অপরদিকে স্থানীয়দের অভিযোগ যে এই বিষয়ে ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ও বনবিভাগকে জানানো হয়েছে।

তবে গ্রাম পঞ্চায়েত থেকে শুধু মাত্র একটি প্লাস্টিক ও পাঁচশো টাকা দেন তাদের। তবে তাদের দাবি এখন বৃষ্টির দিন। হাতি ঘর ভেঙে দেওয়ায় বাইরে কিভাবে থাকবেন।কতদিনই বা অন্যের বাড়িতে গিয়ে থাকবো।

তাদের যদি কোন সরকারি সাহায্য দেওয়া হয় তাহলে অনেকটা উপকৃত হবেন। অন্যদিকে এই বিষয়ে ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধনঞ্জয় সিংহে কোন প্রতিকিয়া পাওয়া যায়নি।

এছাড়াও চেক করুন

মালদায় পুলিশ ফাঁড়িতে আগুন উত্তেজিত জনতার

স্টিং নিউজ সার্ভিস,মালদা: পুলিশের মারে আটক ব্যাক্তির মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ ফাঁড়িতে আগুন উত্তেজিত জনতার।রবিবার …

Leave a Reply

Your email address will not be published.