স্টিং নিউজ সার্ভিসঃ বসিরহাট মহকুমার বাদুড়িয়া থান মদিনা তলা ঘটনা। জনবহুল এলাকা থেকে অনেকটা দূরে বাঁশ বাগানে মৃতদেহ পড়ে ছিল। চাষী বাঁশ বাগানের পাশ দিয়ে গতকাল সোমবার রাত সাতটা নাগাদ একজন চাষী চাষের জমিতে ফেরার সময় বাড়িতে। হঠাৎ গন্ধ পায়, তারপর সেই চাষী বাঁশ বাগানের দিকে যেতেই চোখে পড়ে একটা মর দেহ পড়ে আছে।সঙ্গে সঙ্গে সে গ্রামের মানুষদের খবর দেয়, খবর যায় বাদুড়িয়া থানায়। বাদুড়িয়া থানা পুলিশ এসে পচা গলা দেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে খবর ওই যুবক কে, কেউ বা কারা ওন্যা কোথাও কোন করে এখানে ফেলে দিয়ে গেছে।বছর চব্বিশ এর এই যুবকের কোনো পরিচয় যানা যায়নি।দেহটিকে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে বাদুড়িয়ার থানার পুলিশ। যুবকের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে বেশ কয়েকদিন আগে ওই যুবকের দেহ ফেলে রেখে গেছে বলে অনুমান পুলিশের ।