Breaking News
Home >> Breaking News >> এগরার এসডিপিও’র দেহরক্ষীর বন্দুক থেকে গুলি ছিটকে সাফাই কর্মীর মৃত্যু

এগরার এসডিপিও’র দেহরক্ষীর বন্দুক থেকে গুলি ছিটকে সাফাই কর্মীর মৃত্যু

স্টিং নিউজ সার্ভিসঃ মঙ্গলবার দুপুর নাগাদ একটি মর্মান্তিক দুর্ঘটনাএগরার SDPO-র দেহরক্ষীর বন্দুক থেকে গুলি ছিটকে ঘটল পূর্ব মেদিনীপুরের এগরা থানা চত্বরে। বেলা ১২টা নাগাদ অসাবধানতা বশতঃ এগরার SDPO-র দেহরক্ষীর বন্দুক থেকে গুলি ছিটকে গিয়ে থানার সামনে থাকা অস্থায়ী সাফাই কর্মীর মাথা এফোঁড় ওফোঁড় হয়ে গিয়েছে বলে জানা গেছে।

ওই সাফাই কর্মীর নাম তরুণ গড়াই। তাঁকে আশংকাজনক অবস্থায় প্রথমে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে চড়িয়ে মেদিনীপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রাথমিক ভাবে জানা গেছে, এদিন এগরার মহকুমা শাসকের দেহরক্ষী থানার বাইরে এসে তাঁর বন্দুক পরিষ্কার করছিলেন। সেই সময় অসাবধানতা বশতঃ বন্দুক থেকে গুলি বেরিয়ে গিয়েছে বলে জানা গেছে।

এছাড়াও চেক করুন

হিংস্র প্রাণী না থাকায় সার্কাসে দর্শক বিমুখ, গ্রামীণ মেলায় উপচে পড়ছে ভিড়

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ, হাওড়াঃ ডিসেম্বর মাস আসলেই গ্রাম বাংলায় সার্কাসের তাঁবু বসতো। বাঘ-সিংহ, বিদেশি …

Leave a Reply

Your email address will not be published.