অর্ণব মজুমদার, স্টিং নিউজ, নদিয়াঃ লোকসভা ভোট মিটে যাবার পর থেকে রাজ্যের বিভিন্ন কলেজে অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের দখল করার চেষ্টা একের পর এক। সোমবার নদিয়ার বিভিন্ন কলেজে তাদের শান্তিপুর্ন আন্দোলন হয়।
আশান্তির খবর না আসার আগেই এদিন চাকদা কলেজের প্রিন্সিপালের সাথে এভিপিএর সদস্যরা কথাবার্তা বলেন।এভিপিএর এক সদস্য সুজিত বর্মনের কথায় গত দু-তিন বছর ধরে কোন কলেজে ইলেকশন হচ্ছে না।
রাজ্যের শাসক দলের ছাত্রসংসদ বিভিন্ন দুর্নিতী পরায়ন হয়ে উঠেছে।অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ রাজ্যের বিভিন্ন কলেজের সাথে সাথে চাকদা কলেজেও সুসঠ শান্তিশৃখলা বজায় রাখতে উদ্যোগী হল।
ছাত্র ছাত্রীরা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে আর্থিক সুযোগ সুবিধা না পেয়ে বঞ্চিত হচ্ছেন।এছাড়া বেশির ভাগ সময়ে টাকার বিনিময়ে কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধ করতে হবে।