Breaking News
Home >> Breaking News >> চন্দ্রকোনার মনোহরপুরে প্রেমিক যুগলের দেহ উদ্ধার

চন্দ্রকোনার মনোহরপুরে প্রেমিক যুগলের দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :- চন্দ্রকোনার মনোহরপুরে প্রেমিক যুগলের দেহ উদ্ধার। আজ সকালে চন্দ্রকোণার মনোহরপুর ২ অঞ্চলের সীতারামপুরে একটি বটগাছে এক প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার হল। প্রেমিকের নাম অনুপ মণ্ডল(২৫) এবং প্রেমিকার নাম সোমাশ্রী মান্না(২৮)। সোমাশ্রীর দাসপুর থানা এলাকায় বিয়ে হয়েগিয়েছিল। তাঁর একটি মেয়ে ও ছেলে রয়েছে।

সোমাশ্রীর সঙ্গে বিয়ের অনেক আগে থেকেই বাপের বাড়ির সীতারামপুরের অনুপের সঙ্গে প্রেম ছিল দীর্ঘ দিনে। অনুপ বাইরের রাজ্যে কাজ করত। বিয়ের পরও সেই প্রেম দুরন্ত গতিতে চলে। দুই বাড়িতে অশান্তি প্রায় লেগে থাকত।
কয়েক দিন আগে সোমাশ্রী তাঁর বাপের বাড়ি সীতারামপুরে আসেন। গত রাতে প্রেমিক-প্রেমিকা বাড়ির সামনের একটি বটগাছে একই দড়িতে আত্মহত্যা করেন। অাজ সকালে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় শেকের ছায়া নেমে এসেছে।

এছাড়াও চেক করুন

হিংস্র প্রাণী না থাকায় সার্কাসে দর্শক বিমুখ, গ্রামীণ মেলায় উপচে পড়ছে ভিড়

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ, হাওড়াঃ ডিসেম্বর মাস আসলেই গ্রাম বাংলায় সার্কাসের তাঁবু বসতো। বাঘ-সিংহ, বিদেশি …

Leave a Reply

Your email address will not be published.