Breaking News
Home >> Breaking News >> তোলা দেওয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল তৃণমূল বিধায়ক অসিত মজুমদার

তোলা দেওয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল তৃণমূল বিধায়ক অসিত মজুমদার

সুমন করাতি, স্টিং নিউজ, হুগলিঃ দিন কয়েক আগেই বিধায়ক অসিত মজুমদার চুঁচুড়ার খাদিনা মোড়ে নিজের পার্টি অফিসের বাইরে অভিযোগ বাক্স খুলেছেন।

উদ্দেশ্য সেই অভিযোগ বাক্সে মানুষ তাদের অভিযোগ জানাক। অসিত বাবুর কথা মত সেই অভিযোগ বাক্সেই পড়া চিঠি থেকে তিনি জানতে পেরেছেন হুগলির বিভিন্ন এলাকায় অটো ও টোটোচালকদের দৈনিক কোথাও ২০ টাকা কোথাও ৩০ টাকা তোলা দিতে হয়।

অভিযো,গ জনৈক লালটু নামক কেউ তোলা নিতে এলেও সেই তোলার টাকা পৌঁছতো চুঁচুড়ার এক পরিচিত তৃণমূল নেতার কাছে। তোলা না দিলে অটো বা টোটো নিয়ে তারা বেড়োতে পারতো না।

অভিযোগ বাক্সে এই অভিযোগ পেয়েই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি উপপুরপ্রধান অমিত রায় সহ পুরসভার কাউন্সিলর ও তৃণমূল নেতৃত্বদের নিয়ে অটো ও টোটো স্ট্যান্ডে গিয়ে চালকদের সাথে কথা বলেন। কাউকে তোলার টাকা না দিতে আবেদন করেন।

এছাড়াও চেক করুন

হিংস্র প্রাণী না থাকায় সার্কাসে দর্শক বিমুখ, গ্রামীণ মেলায় উপচে পড়ছে ভিড়

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ, হাওড়াঃ ডিসেম্বর মাস আসলেই গ্রাম বাংলায় সার্কাসের তাঁবু বসতো। বাঘ-সিংহ, বিদেশি …

Leave a Reply

Your email address will not be published.