Breaking News
Home >> Breaking News >> এনআরএস কাণ্ডের জের বর্ধমানে, কর্মবিরতিতে বর্ধমান মেডিক‍্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ণরা

এনআরএস কাণ্ডের জের বর্ধমানে, কর্মবিরতিতে বর্ধমান মেডিক‍্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ণরা

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: এনআরএস কাণ্ডের জের বর্ধমানেও। কর্মবিরতিতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ণরা। হাসপাতালের জরুরী বিভাগের মেনগেট বন্ধ করে কর্মবিরতি ইন্টার্ণদের।রুগী নিয়ে জরুরী বিভাগে ঢুকতে গেলে বাধা কর্মবিরতিতে থাকা ইন্টার্ণদের।সাংবাদিকদেরও গালিগালাজ করেন ইন্টার্ণরা।

শেষে হাসপাতালেরর সুপারের হস্তক্ষেপে গেট খুলে রুগী ভর্তি নেওয়া হয়।রুগীদের আত্মীয় পরিজনদের অভিযোগ জরুরী বিভাগের গেট বন্ধ করে রেখে বিক্ষোভ দেখানোর সময় রুগীদের জরুরী বিভাগে ঢুকতে দেওয়া হয় নি। পূর্ব বর্ধমানের ভাতারের ওড়গ্রামের বাসিন্দা বিশ্বনাথ গড়াইয়ের অভিযোগ তার ভাই ভুবনেশ্বর গড়াই দুর্ঘটনায় গুরুতর জখম হয়।

তিনি তার ভাইকে হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাকে ঢুকতে দেওয়া হয় নি। বার বার অনুরোধ সত্বেও কোন কর্ণপাত করেন নি ডাক্তাররা। উল্টে তাকে গালিগালাজ করেন ও মারধরের হুমকি দেয়।

যদিও কর্মবিরতিতে থাকা ইন্টার্ণদের দাবী তারা জরুরী বিভাগে চিকিৎসা সচল রেখেই আন্দোলন করছেন।কিন্তু বাস্তবে তা যে উল্টো ছবিই তার প্রমাণ।

এছাড়াও চেক করুন

বিনপুরের শুকজোড় গ্রামের রাস্তা বেহাল দশা, উদাসীন প্রশাসন

স্টিং নিউজ সার্ভিস, ঝাড়গ্রামঃ ভোটে আসে ভোট যায়, বয়ে যায় হাজারো প্রতিশ্রুতির বন্যা। কিন্তু ভোট …

Leave a Reply

Your email address will not be published.