Breaking News
Home >> Breaking News >> শিলিগুড়ির বিধানমার্কেটে বিধংসী আগুনে পুড়ে ছাই সাতটি দোকান

শিলিগুড়ির বিধানমার্কেটে বিধংসী আগুনে পুড়ে ছাই সাতটি দোকান

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ শিলিগুড়ির বিধান মার্কেটে বিধংসী আগুনে পুড়ে ছাই সাতটি দোকান। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে পড়ে এলাকায়। জানা গিয়েছে যে সোমবার গভীর রাতে ধোঁয়া বেরোতে দেখেন পান স্থানীয়রা। এই দেখে আতঙ্কের পরিবেশ তৈরি হয় গোটা এলাকায়। এবং তরীঘরী খবর দেওয়া হয় দমকলকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন।

তবে আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল আগুন গ্রাস করে নেয় দোকানগুলিতে। এরপর দমকল কর্মীদের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও দোকনগুলো পুরোপুরি ছাই হয়ে যাওয়ার ফলে প্রায় কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। কি ভাবে আগুন লাগল তা জানা যায়নি। তবে দমকলের প্রাথমিকভাবে অনুমান যে বাজ পড়ে আগুন লাগতে পারে। গোটা ঘটনার তদন্ত করে দেখছে দমকলের কর্মীরা।

এছাড়াও চেক করুন

কালীগঞ্জে আলিয়া মাদ্রাসা ভোটে জয়ী তৃণমূল

স্টিং নিউজ সার্ভিস, নদিয়াঃ কালীগঞ্জের জানকিনগর আলিয়া মাদ্রাসার নির্বাচনে নির্বাচনে রবিবার ব্যাপক ভোটে জয়লাভ করে …

Leave a Reply

Your email address will not be published.