Breaking News
Home >> Breaking News >> কালজানি নদী থেকে যুবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য তুফানগঞ্জে

কালজানি নদী থেকে যুবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য তুফানগঞ্জে

মনিরুল হক, কোচবিহার: এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল তুফানগঞ্জে। বৃহস্পতিবার তুফানগঞ্জের ভেলাকোবা এলাকার কালজানি ব্রিজের পাশে নদী থেকে উদ্ধার হয় ওই যুবকের দেহ।
স্থানীয় সূত্রে জানা যায় ওই যুবকের নাম সাহিদুল মণ্ডল। সে পেশায় একজন টোটো চালক। তুফানগঞ্জের দেওচরাই গ্রাম পঞ্চায়েতের কালিগঞ্জের চুলকানির বাজার এলাকায় ওই যুবকের বাড়ি।

গত দুদিন আগে এক অপরিচিত ব্যক্তির ফোন পেয়ে সে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর থেকে আর কোন খোঁজ মিলছিল না। অবশেষে বৃহস্পতিবার সকালে ভেলাকোবা এলাকার কালজানি নদী থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রথমে গ্রামবাসীরা নদীতে দেহ ভেসে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে তুফানগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
মনে করা হচ্ছে, ওই টোটো চালকের দামি মোবাইল ও টোটো ছিনতাইয়ের উদ্দেশ্যে দুষ্কৃতিরা তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা জানিয়েছেন, “এই ঘটনায় এখনও পর্যন্ত দুই জনকে চিহ্নিত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

এছাড়াও চেক করুন

লোকসভা সংসদীয় কমিটির তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কমিটিতে নিশীথ

মনিরুল হক,স্টিং নিউজ করসপনডেন্ট, কোচবিহারঃ কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামানিক লোকসভা সংসদীয় কমিটির তথ্যরপ্রযুক্তি …

Leave a Reply

Your email address will not be published.