Breaking News
Home >> Breaking News >> ভোট কাউন্টিংয়ের একদিন আগে তৃণমূল নেতার বাড়ির সামনে অবজার্ভারের গাড়ি নিয়ে রহস্য

ভোট কাউন্টিংয়ের একদিন আগে তৃণমূল নেতার বাড়ির সামনে অবজার্ভারের গাড়ি নিয়ে রহস্য

দিব্যেন্দু গোস্বামী, বীরভূম:- ভোট কাউন্টিং এর একদিন আগে বীরভূমের তৃণমূল সহ-সভাপতি অভিজিৎ সিনার বাড়ির সামনে একটি অবজার্ভারের গাড়ি দেখে কাউন্টিংকে প্রভাবিত করার অভিযোগ এনেছেন বীরভূম জেলা শহর সভাপতি দিলীপ ঘোষ। ভোট কাউন্টিংয়ের আগে এমনভাবে জেলার প্রভাবশালী তৃণমূল নেতার বাড়ির সামনে অবজার্ভারের গাড়ি ঘিরে দানা বেঁধেছে রহস্যের। যদিও গাড়িতে চেপে কে বা কারা এসেছে সে বিষয়ে কিছু জানা যায়নি, কেবলমাত্র গাড়ির চালককেই দেখা যায়। যদিও গাড়ির চালকের দাবি, তার বাড়ি এখানে।

খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে তড়িঘড়ি ওই চালক গাড়িতে লাগানো নীল বাতি এবং অবজারভারের বোর্ড খুলে তড়িঘড়ি গাড়ি নিয়ে চলে যায়।

বিজেপির জেলা সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ তুলেছেন, ভোটের কাউন্টিংকে প্রভাবিত করার জন্যই তৃণমূল নেতার বাড়িতে অবজার্ভারের গাড়ি। এ বিষয়ে তিনি জানান, “হঠাৎ করে খবর পেয়ে আমরা এসে দেখি এমন ঘটনা। যারা ইভিএম বদলের অভিযোগ তুলছে, তারাই কাউন্টিংকে প্রভাবিত করার চেষ্টায়। এ বিষয়ে আমরা রিটার্নিং অফিসারকে জানিয়েছি।”

অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাস জানান, “সাংবাদিকরা ঘটনাস্থলে আসার সাথে সাথে তড়িঘড়ি গাড়ির চালক নীল বাতি এবং অবজার্ভারের অন ডিউটি বোর্ড খুলে গাড়ি নিয়েছে চলে যায়। আমার বিশ্বাস এখনই যদি এই বাড়িতে তল্লাশি চালানো হয়, তাহলে কাউকে পাওয়া যাবে।”

তৃণমূল নেতার বাড়ির সামনে অবজার্ভারের গাড়ি দাঁড়িয়ে থাকা দেখে জেলার বিজেপি নেতৃত্বের অভিযোগ ভোট কাউন্টিংকে প্রভাবিত করার থাকলেও, এ বিষয়ে এখনো পর্যন্ত জেলা তৃণমূল নেতৃত্ব কোনোরকম প্রতিক্রিয়া জানায়নি।

এছাড়াও চেক করুন

লোকসভা সংসদীয় কমিটির তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কমিটিতে নিশীথ

মনিরুল হক,স্টিং নিউজ করসপনডেন্ট, কোচবিহারঃ কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামানিক লোকসভা সংসদীয় কমিটির তথ্যরপ্রযুক্তি …

Leave a Reply

Your email address will not be published.